১০ জনের দল নিয়ে বার্সার হার, মাথা উঁচু রাখতে বললেন কোচ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯
শেয়ার :
১০ জনের দল নিয়ে বার্সার হার, মাথা উঁচু রাখতে বললেন কোচ

বার্সেলোনা অধ্যায়টা দারুণভাবে শুরু করেছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ লা লিগায় টানা পাঁচটি জয় পেয়েছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে এসই হোঁচট খেল তার দল। মোনাকোর বিপক্ষে ১০ জনের দল নিয়ে গতকাল বৃহস্পতিবার তারা হেরে যায় ২-১ গোলে। এমন হারের পরও খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বললেন ফ্লিক। 

ম্যাচের শুরুতেই হোচট খায় বার্সেলোনা। একাদশ মিনিটেই লাল কার্ড খান বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। তার মিনিট পাঁচেক পরই এগিয়ে যায় মোনাকো। তবে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোলে সমতা আনেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধের গোলে জয় নিয়ে ফেরে মোনাকো। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো বার্সার বিপক্ষে জয় পেল তারা। 

তবে ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছুই দেখতে পাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক, ‘গার্সিয়ার লাল কার্ডের কারণে গোটা ম্যাচের চিত্র বদলে যায়। ১১ মিনিটেই কেউ লাল কার্ড পেলে অনেক পরিকল্পনায় বদল আসে। তবে ইতিবাচক অনেক কিছুই দেখতে পাচ্ছি ম্যাচে। আমরা দল হিসেব রক্ষণ সামলেছি ও আক্রমণ করেছি। আমাদেরও সুযোগ এসেছে। তবে জয়টা তাদের প্রাপ্য।’

একজন খেলোয়াড় কম নিয়েও বার্সেলোনা যেভাবে খেলেছে তার কারণে গর্বিত ফ্লিক, ‘আমাদের দলে এমন ছেলেরা আছে, যারা শতভাগের বেশি দিয়ে চেষ্টা করে। সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। এই দল নিয়ে আমি গর্বিত ও এই ছেলেদের নিয়ে দারুণ আশাবাদী আমি। এই হারকে মেনে নিতে হবে আমাদের। তবে এখনও সাতটি ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবেই আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ সহজই। সেই ম্যাচের দিকে তাকিয়ে ফ্লিক, ‘আমি ছেলেদেরকে বলেছি মাথা উঁচু রাখতে, কারণ ওরা হতাশ হয়েছে। আমাদেরকে এখন রবিবারের ম্যাচে মনোযোগ দিতে হবে (লা লিগায়), আমাদের পরের ম্যাচ যেটি। এখন সময় চনমনে হয়ে ওঠার, আশা করি পুরো প্রাণশক্তি নিয়ে ফিরবে ছেলেরা।’