ভারতের মাটিতে ইতিহাস গড়লেন হাসান
চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের তোপে দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির মতো ব্যাটাররা।
ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনের শুরুতেও বাংলাদেশ সাফল্য পায় এই হাসানের হাত ধরে। মধ্যাহ্ন বিরতির পরপরই ঋশাভ পান্তকেও উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই ডানহাতি পেসার। প্রথম দিনে ভারত আরও ২ উইকেট হারালেও হাসানের ঝুলিতে থাকে এই ৪ উইকেটই। ৬ উইকেটে ৩৩৯ রান তুলে প্রথম দিন শেষ করে ভারত।
আজ ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে আর মাত্র ৩৭ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাকি ৪ উইকেটের ৩টিই নেন পেসার তাসকিন আহমেদ। আর ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পথে জাসপ্রিত বুমরাহর শেষ উইকেটটি নেন হাসান।
বুমরাহর উইকেটের মাধ্যমে ইনিংসে নিজের ৫ উইকেট পূরণ করেন হাসান। এর মাধ্যমে তৈরি হয়ে গেল একটি ইতিহাসও। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান। আগের সেরা বোলিং ছিল পেসার আবু জায়েদ রাহিন ৪/১০৮। ইন্দোরে ২০১৯ সালে এই কীর্তি দেখিয়েছিলেন তিনি।
চেন্নাই টেস্টের আগে মাত্র ৩ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন হাসান। এর মধ্যে পাকিস্তানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবার চেন্নাইয়ে ৮৩ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। গতকাল ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দেওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমের হাসানকে নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। 'হু ইজ হাসান মাহমুদ' নামে খবর ছাপা হয় দেশটির বিভিন্ন গণমাধ্যমে।