ভুটানে গিয়ে র্যাঙ্কিং খোয়াতে হলো বাংলাদেশকে
সেপ্টেম্বরের শুরুতে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভুটান গিয়েছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮৪। ভুটানের বিপক্ষে খেলে র্যাঙ্কিং বাড়ানোই লক্ষ্য ছিল লাল-সবুজ জার্সিধারীদের। ঘটেছে উল্টো ঘটনা।
গত ৫ সেপ্টেম্বর থিম্পুতে প্রথম ম্যাচ জেতে বাংলাদেশ। তবে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এই হারের মাশুলই দিতে হলো বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ে অবনতি হলো দুই ধাপ। বর্তমানে ১৮৬তম স্থানে হাভিয়ের কাবরেরার দল।
ভুটানের কাছে হেরে র্যাঙ্কিংয়ে পেছালেও রেটিং পয়েন্ট কিছুটা বেড়েছে জামাল ভূঁইয়ার দলের। রেটিং পয়েন্ট ০.০৪ বেড়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬.৬৭। বাংলাদেশের কাছে এক ম্যাচ হেরে পিছিয়েছে ভুটানও। ১৮২তম স্থান থেকে নেমে তারা আছে ১৮৪তম স্থানে।
উপমহাদেশের দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান ভারতের। ১২৬ নম্বরে আছে তারা। এছাড়া আফগানিস্তান ১৫২, মালদ্বীপ ১৬৩ ও নেপাল ১৭৬ নম্বরে আছে। সবচেয়ে পিছিয়ে পাকিস্তান-১৯৭। র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি আর্জেন্টিনা। পরের চারটি অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।