বাংলাদেশকে যন্ত্রণা দিয়ে যে রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা
১৪৪ রানের মধ্যেই ভারতের প্রথম ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশে। টাইগাররা যখন দুইশ রানের নিচে স্বাগতিকদের অলআউট করার স্বপ্নে বিভোর, তখনই বাধা হয়ে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের বোলারদের যন্ত্রণা দিয়ে ১৯৫ রানের জুটি গড়েন এই দুজন। ৬ উইকেটে ৩৩৯ রান তুলে দিন শেষ করে ভারত।
বিশাল এই জুটি গড়ে রেকর্ডও হয়ে গেছে অশ্বিন ও জাদেজার। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জুটি। এর আগে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলোর ও জাহির খানের। ১৩৩ রান করেছিলেন তারা। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিলেন অশ্বিন ও জাদেজা।
এদিকে, টেস্টে ভারতের মাটিতে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটির তালিকায় দুইয়ে অশ্বিন-জাদেজা। তালিকায় সবার ওপরে কপিল দেব-সৈয়দ কিরমানির নাম। ভারতের মাটিতে ১৪টি ম্যাচে ৬১৭ রান করেছেন কপিল-কিরমানি। আর অশ্বিন ও জাদেজা একসঙ্গে ১৪ ম্যাচে করেছেন ৫৯৫ রান। আগামীকাল কপিল-কিরমানিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে এই দুজনের সামনে।
১৪৪ রানের মধ্যে ৬ উইকেট পড়লেও মাঠে নেমেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকেন অশ্বিন ও জাদেজা। দিনশেষে অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। ১০টি চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। টেস্টে এটি তার ষষ্ঠ শতরান। অশ্বিনের সমান ১০টি চার ও ২ ছক্কা মেরেছেন জাদেজাও। ১১৭ বলে ৮৬ রানে খেলছেন তিনি।