মোদিকে টপকে ভারতসেরা জয়সোয়াল, বিশ্বসেরা এক বাংলাদেশি
দারুণ ফর্মে আছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। গত বছরের জুলাইতে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে ৫টি ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি। আজও বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে অর্ধশতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
আজকের হাফ সেঞ্চুরির মাধ্যমে দারুণ এক রেকর্ডও গড়ে ফেললেন জয়সোয়াল। ঘরের মাঠে চলমান ম্যাচসহ ৬টি টেস্ট খেলেছেন তিনি। সবগুলো ম্যাচেই কমপক্ষে পঞ্চাশ রান এসেছে জয়সোয়ালের ব্যাটে। ভারতের হয়ে অভিষেকের পর সবচেয়ে বেশি টানা পঞ্চাশ ছাড়ানো ইনিংস এতদিন ছিল রুশি মোদির দখলে। এবার সেটি কেড়ে নিলেন জয়সোয়াল।
১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে ১০ টেস্ট খেলা মোদির ঘরের মাঠে অভিষেকের পর টানা ৫ টেস্টে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল। আজ ৫৬ রান করে সেই তালিকায় মোদিকে টপকে গেলেন জয়সোয়াল।
ভারতের রেকর্ড জয়সোয়াল গড়লেও এই তালিকার বিশ্ব রেকর্ড এক বাংলাদেশির দখলে। তিনি ব্যাটার চেন্নাই টেস্টের একাদশে থাকা ব্যাটার মুমিনুল হক। ২০১৩ সালের গল টেস্টে অভিষেক হয়েছিল মুমিনুলের। সেই বছরই অক্টোবরে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেন তিনি। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অর্ধশতক করেছিলেন এই বাঁহাতি। এরপর ঘরের মাঠে খেলা ৮ ম্যাচেই কমপক্ষে ফিফটি পেয়েছেন মুমিনুল।
জয়সোয়াল আজকে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৫০ রান করার কীর্তি গড়লেন তিনি। এর আগের কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলির। ১৯৩৫ সালে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৪৭ রান করেছিলেন হেডলি।
ঘরের মাঠে টেস্টে ১০ ইনিংস পর সর্বোচ্চ রান
*৭৫৫-যশস্বী জয়সোয়াল (ভারত)
*৭৪৭-জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)
*৭৪৩-জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান)
*৬৮৭-ডেভ হটন (জিম্বাবুয়ে)
*৬৮০-স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)