উত্তেজিত পান্তের সঙ্গে যে কথা হয়েছিল লিটনের

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৪
শেয়ার :
উত্তেজিত পান্তের সঙ্গে যে কথা হয়েছিল লিটনের

ছয় মাস পর লাল বলের ক্রিকেট খেলতে নেমে শুরুতে বিপদেই পড়েছিল ভারত। টপ অর্ডারে ৩ উইকেট মাত্র .. রানের মধ্যেই হারায় দলটি। রোহিত শর্মা, শুভমান গিল কিংবা বিরাট কোহলির কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান। হাসান মাহমুদের বলে খাবি খেয়েছেন তারা। এর আগে মাত্র ৩টি টেস্ট খেলা হাসানের বলেই বিদায় নিয়েছেন এই তিনজন। 

শুরুতে ৩ উইকেট হারানো ভারত প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে যশস্বী জয়সোয়াল ও ঋশাভ পান্তের ব্যাটে। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করেন তারা। মধ্যাহ্ন বিরতির পর পান্তকে ফেরান সেই হাসান মাহমুদ। প্রথম সেশনে ৩ উইকেট হারানো ছাড়াও নাটক আরও হয়েছে। এই নাটকের জন্ম দিয়েছেন ভারত ও বাংলাদেশ দলের উইকেটরক্ষক ঋশাভ পান্ত ও লিটন দাস। 

ইনিংসের তখন ১৬তম ওভার। ওপেনার জয়সোয়াল একটি বল গালির দিকে ঠেলে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন। তবে জয়সোয়ালের ডাকে সারা দেননি পান্ত। ওই সময়ে স্ট্যাম্প লক্ষ্য করে করা বাংলাদেশের ফিল্ডারের থ্রো চলে যায় মিডউইকেটে। পরে রান নিতে যান পান্ত। এসময় তাকে কিছু একটা বলেন লিটন। তখন পান্ত উত্তর দেন, ‘তুমি আমাকে এসব বলছ কেন, পারলে তোমার ফিল্ডারকে বলো। সে কেন আমার দিকে বল ছুড়েছে।’

তখন লিটন পাল্টা যুক্ত দেন, ‘সে তো তোমার শরীর লক্ষ্য করে মারেনি।’ লিটনের এ কথার জবাবে পান্ত আবার বলেন, ‘তাহলে আমিও তো রান নেব।’

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২ বছর পর টেস্ট খেলতে নেমেছেন পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে এই বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে থাকতে বাধ্য হন তিনি।