চিরপরিচিত মাঠে বাংলাদেশের বোলারদের শাসাচ্ছেন অশ্বিন-জাদেজা
চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামটি খুব বেশি চেনা রবিচন্দ্রন অশ্বিনের। ছোটবেলা থেকে এই মাঠে খেলেই জাতীয় দলের দরজা খুলেছেন এই অলরাউন্ডার। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। অন্যদিকে, রবীন্দ্র জাদেজার ঘরের মাঠ চেন্নাই না হলেও এই মাঠেই সবচেয়ে বেশি খেলেছেন তিনি। মাঝখানে গুজরাট লায়ন্সে যোগ দিলেও চেন্নাইতেই আইপিএলের অধিকাংশ সময় কাটিয়েছেন (এখনও আছেন) জাদেজা। চিরপরিচিত এই মাঠে বাংলাদেশের বোলারদের শাসাচ্ছেনও এই দুইজন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভার শেষে স্বাগতিক দেশটির রান ৬ উইকেট হারিয়ে ৩২১। উইকেটে ৯২ রান নিয়ে আছেন অশ্বিন, আরেক পাশে ৭৮ রানে অপরাজিত জাদেজা।
আজ বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০ টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শুরু থেকে উইকেটে আগুনে বোলিং করেন হাসান মাহমুদ। দলীয় ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের বল খোঁচা দেওয়া ভারতীয় অধিনায় রোহিতের (৬) ক্যাচ নেন স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। নিজের পরের ওভারেই শূন্য রানে থাকা গিলকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে মাঠ ছাড়া করান এই পেসার। এরপর ৬ রানে থাকা বিরাট কোহলিকে সেই লিটনের ক্যাচে ফেরান হাসান।
চতুর্থ উইকেট জুটিতে যশস্বী জয়সাওয়ালের সঙ্গে ৯৯ বলে ৬২ রানের জুটি গড়েন ঋশাভ পান্ত। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ৫২ বলে ৩৯ রান করা পান্তকে ফেরান সেই হাসান। এরপর ৪৮ রান আসে জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে। দলীয় ১৪৪ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা জয়সোয়ালকে দুর্দান্ত এক বলে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন নাহিদ রানা। ১১৮ বলে ৯ চারে ৫৬ রান করেন এই ওপেনার। একই রানে ফেরেন রাহুল। মেহেদী হাসান মিরাজের বলে শর্ট লেগে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরেন তিনি।
এরপরই বাংলাদেশের বোলারদের ওপর শাসন চালান অশ্বিন ও জাদেজা। উইকেটে টিকে থাকার সঙ্গে সঙ্গে রানও তুলতে থাকেন দ্রুতগতিতে। দুজনের জুটিতে এখনো পর্যন্ত এসেছে ১৭৭ রান। সপ্তম বা তার পরে এটিই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের জুটি।