বাংলাদেশকে যন্ত্রণা দেওয়া কামিন্দুতে এবার পুড়ল নিউজিল্যান্ড
গত মার্চে ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিল সফরকারী শ্রীলংকা। সেই সিরিজের নায়ক ছিলেন কামিন্দু মেন্ডিস। দুই ম্যাচে ৩৬৮ রানসহ ৩ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এরপর কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে আগুনে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার নিজেদের মাঠে নিউজিল্যান্ডকেও পোড়াচ্ছেন কামিন্দু।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলংকা। সিরিজের প্রথম টেস্টে গলেতে আজ মাঠে নেমেছে দুই দল। টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩০২ রান। ১১৪ রান করে আউট হয়েছেন কামিন্দু।
গলেতে আজ প্রথমে ব্যাটিং করতে নেমে বিপদেই পড়েছিল লংকানরা। ৩৩ রান তুলতেই হারায় দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও পাথুম নিশাঙ্কাকে। ৬৯ রানের মাথায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি দিনেশ চান্দিমাল। ৩০ রান করে টিম সাউদির বলে আউট হন তিনি। লংকান অধিনায়ক ধনাঞ্জয়া সিলভাও ১১ রানের বেশি করতে পারেননি। ১০৬ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় স্বাগতিকরা।
এরপর আবারও মাঠে নামেন ম্যাথিউজ। জুটি গড়েন ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে পাঁচে নামা কামিন্দুর সঙ্গে। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েন ৭২ রানের জুটি। দলীয় ১৭৮ রানের মাথায় ম্যাথিউজ ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দ্রুতগতিতে রান তোলেন কামিন্দু। ১০২ রান আসে এই জুটির কাছ থেকে। দলীয় ২৮১ রানে গ্লেন ফিলিপসের বলে ফিফটি করার সাথে সাথেই ফেরেন মেন্ডিস।
কামিন্দুর আক্রমণ থামে দলীয় ৩০২ রানের মাথায় ১৭৩ বলে ১১৪ রান করার পর এজাজ প্যাটেলের বলে আউট হন তিনি। ১১টি চারে সাজান নিজের ইনিংস। সবমিলিয়ে ৭ টেস্টের ক্যারিয়ারে এটি কামিন্দুর চতুর্থ সেঞ্চুরি। ১১ ইনিংস খেলা এই তারকা ৮টিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। দিনের বাকি অংশ কোনো বিপদ ঘটতে না দিয়েই শেষ করেন রমেশ মেন্ডিস ও প্রভাত জয়াসুরিয়া।