এমবাপ্পে, ভিনিসিউস, রদ্রিগোর অন্তঃকোন্দলের গুঞ্জন, যা বললেন বেলিংহ্যাম
চ্যাম্পিয়নস লিগে মৌসুমের শুরুর ম্যাচে শুভসূচনা করেছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জার্মানির ক্লাব স্টুটগার্ডকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমন ম্যাচের পর মাঠের পারফরম্যান্স ছাড়াও দলের ভেতরের আবহাওয়া নিয়ে কথা বলতে হয়েছে দলটির মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে, রিয়াল মাদ্রিদে চলছে অন্তঃকোন্দল। বিশেষ করে, পেনাল্টি কে নেবেন, সেটি নিয়ে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের মধ্যে নাকি দ্বন্দ্ব চরমে। এছাড়া দলে অবদান রাখা সত্ত্বেও যথাযথ মূল্য না পাওয়ায় নাকি নাখোশ রিয়ালের আক্রমণভাগে খেলা রদ্রিগোও। তবে এসব গুঞ্জন উড়িয়ে বেলিংহ্যাম জানালেন তারা সবাই ‘খুব ভালো বন্ধু’।
ম্যাচের পর সংবাদমাধ্যমকে বেলিংহ্যাম বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, তারা এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিউস ও আমাকে নিয়ে নেতিবাচক কিছু গল্প বানানোর চেষ্টা করছে। একমাত্র সত্যি হচ্ছে, আমরা মাঠে ও মাঠের বাইরে খুব ভালো বন্ধু।’
দলের প্রতি এমবাপ্পের অবদান নিয়ে এই ইংলিশ ফুটবলার বলেন, ‘এটাই (আজকের গোল) সে করে, আমি মোটেও বিস্মিত না। এমনকি আমি এটাও বুঝিনি যে এটা তার (চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে) অভিষেক ছিল, আমি এটা শুধু ভেবেছি যে এটা আরেকটি খেলা এবং সে (এমবাপ্পে) গোল করবে। এখনো পর্যন্ত সে সবসময়ই পারফর্ম করেছে। মাদ্রিদের মতো ক্লাবে এসে এমন করা অনেক চাপের কিন্তু সে এটা সহজভাবেই নিয়েছে এবং অন্যরা তাকে খুবই ভালোবাসে। আমাদের জন্য দারুণ একজন খেলোয়াড় হতে যাচ্ছে সে, এই মৌসুমে এবং পরেও।’
গতকাল রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে প্রথম গোল করেন এমবাপ্পে। রদ্রিগোর দারুণ পাসে প্রতিপক্ষের জালে নির্ভুল নিশানা করেন এই ফরাসি ফুটবলার। পরের গোলটি হেডে আদায় করেন অ্যান্তোনিও রুডিগার। ব্রাজিলের তরুণ ফুটবলার এনদ্রিকের পায়ে আসে রিয়ালের শেষ গোল। আগামী শনিবার এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে নামবে রিয়াল।