দিল্লি থেকে বরখাস্ত পন্টিং ভিড়লেন পাঞ্জাবে

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১
শেয়ার :
দিল্লি থেকে বরখাস্ত পন্টিং ভিড়লেন পাঞ্জাবে

৭ বছর কোচিং করিয়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লির দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি হেড কোচ রিকি পন্টিং। শেষমেশ এই বছরই পন্টিংকে বরখাস্ত করে দিল্লি ক্যাপিটালস। যদিও বসে থাকতে হয়নি এই অস্ট্রেলিয়ানকে। আজ বুধবার আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংসের দায়িত্ব পেয়েছেন তিনি। 

ট্রেভর বেইলিসের জায়গায় পাঞ্জাবের দায়িত্ব নিলেন পন্টিং। আইপিএল সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, ‘পন্টিং গতকাল চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সেটি চার বছরের জন্য। দল গোছানোর জন্য তার সেই সময় প্রয়োজন। পন্টিং দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে শীঘ্রই কথা বলবেন।’

দিল্লিকে ৭ বছরে কোনো সাফল্য এনে দিতে পারেননি পন্টিং। তার আমলে ভারতের রাজধানীর ফ্রাঞ্চাইজিটির উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ২০২০ সালের ফাইনালে খেলা। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। 

২০০৮ সালে আইপিএল শুরুর পর এখনো শিরোপা জেতেনি পাঞ্জাব। দলটি একবারের জন্যই ফাইনালে উঠেছিল, ২০১৪ সালে। বারবার কোচ ও অধিনায়ক পরিবর্তনের জন্য নানা সময়ই ট্রলের শিকার হয় দলটি। গত ৭ মৌসুমে সেরা পাঁচেই থাকতে পারেনি তারা। সবশেষ মৌসুমে ১০ দলের মধ্যে নবম হয়েছে দলটি। 

সবশেষ দুই মৌসুম ধরে পাঞ্জাবের কোচ ছিলেন বেইলিস। দলের অধিনায়ক ছিলেন অবসর নেওয়া শিখর ধাওয়ান। বেলিসের আগে অনিল কুম্বলে দলটিকে কোচিং করিয়েছেন। বর্তমানে আরশদীপ সিং, জিতেশ শর্মা, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন ও জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটার থাকলেও ফল আসছে না।