ম্যানসিটি ও ইন্টার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
ম্যানসিটি ও ইন্টার  মুখোমুখি


চ্যাম্পিয়নস লিগের জমজমাট রোমাঞ্চকর ম্যাচে আজ মুখোমুখি ইংলিশ লিগ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও ইতালির সিরিএর শিরোপাধারী ইন্টার মিলান। ২০২২-২৩-এর এই টুর্নামেন্টের ফাইনালিস্ট ছিল এই দুই দল। সেই ফাইনালে সিটিজেনরা ১-০ গোলে মিলানের দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল। দুই বছর পর আবার গ্রুপ পর্বে দেখা হচ্ছে এই দুই দলের। ম্যানচেস্টারের ঘরের মাঠ ইত্তিহাদে ইন্টারকে আতিথ্য দেবে তারা। দুই বছর আগের শিরোপা হারানোর ক্ষত অবশ্যই ভালোভাবে পোড়াচ্ছে ইন্টারকে। এবার ফাইনাল না হোক গ্রুপ পর্বেই সিটিকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। যদিও এই মুহূর্তে বিশ^ ফুটবলের অন্যতম শক্তিধর দল ম্যানসিটি। দুই দলের মধ্যকার শক্তির তেমন ফারাক না থাকলেও এই ম্যাচে কিছুটা হলেও ফেভারিট সিটি। একে তো ঘরের মাঠে খেলা তারপর দল হিসেবে যথেষ্ট ব্যালান্সড তারা। সিটি দলটিতে রয়েছে তারকা খেলোয়াড়দের ছড়াছড়ি। গোলবারে ব্রাজিলের গোলরক্ষক এডারসন রয়েছেন। ডিফেন্সে রয়েছেন রুবেন দিয়াজ, নাথান একের মতো খেলোয়াড়। সিটির সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে তাদের মধ্যমাঠ। কেভিন ডি ব্রুইনা, রদ্রি, ইলকাই গুনদোয়ান, বের্নার্দো সিলভা ও জ্যাক গ্রিলিশের মতো তারকারা। আর আক্রমণভাগে গোলমেশিন আর্লিং হালান্ড, সাবিনহারা। ইংলিশ লিগে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে তারা। ইন্টার মিলান দল হিসেবে যথেস্ট গোছালো দল। তাদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। দলের অধিনায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ রয়েছেন দারুণ ফর্মে।