ট্রাক চালককে মারতে গিয়েছিলেন গম্ভীর, অজানা গল্প শোনালেন সতীর্থ

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮
শেয়ার :
ট্রাক চালককে মারতে গিয়েছিলেন গম্ভীর, অজানা গল্প শোনালেন সতীর্থ

বর্তমানে ভারত ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। সবসময়ই ভেতরে কথা চেপে না রেখে চটপট জবাব দেওয়ার জন্য বেশ আলোচিত তিনি। খেলোয়াড়ি জীবনে ক্ষ্যাপাটে আচরণের জন্যও অনেকবার শিরোনাম হয়েছেন তিনি। 

গম্ভীরের খেলোয়ড়ি জীবনের এমনই এক আচরণের কথা জানালেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। গম্ভীরের সঙ্গে দিল্লির হয়ে একই দলে খেলেছেন আকাশ। এটি গম্ভীরের খেলোয়ড়ি জীবনের একেবারে শুরুর সময়। 

ইউটিউবার রাজ শামানির এক পডকাস্টে গম্ভীরের ক্ষ্যাপাটে আচরণের উদাহরণ দিয়ে আকাশ বলেন, ‘গৌতম এমন একজন যে একবার দিল্লিতে একজন ট্রাক ড্রাইভারের সঙ্গে মারামারি করেছিল। সে তার গাড়ি থেকে নেমে ট্রাকে উঠেছিল এবং ড্রাইভারের কলার ধরেছিল কারণ সে ভুলভাবে ট্রাকটি ঘুরিয়েছিল এবং গালিগালাজ করছিল। আমার তখন এমন অবস্থা ছিল, ‘‘গৌতি, তুমি কি করছো?’’ এমন আচরণই অবশ্য তাকে গৌতম বানিয়েছে।’

গম্ভীরের চরিত্র সম্পর্কে আকাশের ভাষ্য, ‘আবেগপ্রবণ লোক। সাফল্য অর্জনের জন্য ব্যাপক পরিশ্রমী। একটু সিরিয়াস ধরনের কিন্তু অনেক রান করেছে। ভেতর থেকে সে যা অনুভব করতো সেটিই বলতো বা করতো। অবস্থা অনুযায়ী সে হয়তো অল্পতেই ক্ষেপে যেত। কিন্তু প্রত্যেকের চরিত্র আলাদা ‘

মাঠে গম্ভীরের বিতর্কিত আচরণ প্রায় সবারই জানা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় বিরাট কোহলির সঙ্গে উত্তেজনা। এই উত্তেজনা পরবর্তীতে গম্ভীর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ হওয়ার পরও গড়ায়। যদিও দুজনেরেই ক্রিকেটীয় শিকড় দিল্লিতে। এখন ভারত দলে একসঙ্গেই কাজ করছেন কোহলি ও গম্ভীর।