এমবাপ্পেকে নিয়ে ভিনিসিউস-রদ্রিগোদের সতর্ক করলেন নেইমার
বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দেন নেইমার জুনিয়র। একই সময়ে পিএসজিতে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শুরুর দিকে এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব থাকলেও সেটি ক্রমেই তিক্ততার পর্যায়ে গড়ায়। এমবাপ্পের সঙ্গে খেলার সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবার ভিনিসিউস জুনিয়র-রদ্রিগোদের সতর্ক করলেন নেইমার।
পিএসজিতে একসঙ্গে ৬ বছর খেলেছেন নেইমার ও এমবাপ্পে। ২০২৩ সালে নেইমার পিএসজি ছাড়লে দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। অন্যদিকে, এই মৌসুমেই স্প্যানিশ ক্লাব রিয়াল মদ্রিদে যোগ দেন এমবাপ্পে। এই ক্লাবেই খেলেন নেইমারের ব্রাজিল সতীর্থ ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক ফিলিপে এবং এদের মিলিতাও। নতুন ক্লাবে ভিনিসিউস-রদ্রিগোদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক এমবাপ্পের।
ব্রাজিলের অন্যসব খেলোয়াড়ের চেয়ে ভিনিসিউসের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক সবচেয়ে ভালো। পেনাল্টি আদায় করেও এমবাপ্পেকে সেটি দিতে দেখা গেছে ভিনিকে। দুজনে একসঙ্গে উদযাপন করেন গোলও। এরই মধ্যে নেইমার এই সতর্কবার্তা দিলেন।
নেইমারের এই বার্তা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন ফরাসি সাংবাদিক ও টেলভিশিন ব্যক্তিত্ব সাইরিল হানুনা। নেইমারের বার্তার বিষয়ে এক পডকাস্টে হানুনা বলেছেন, ‘রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। আর নেইমার ও এমবাপ্পের মধ্যে (পিএসজিতে) যুদ্ধটা সব সময় চলত। সেই কারণেই নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। যেখানে সে তাদের বলা হয়, এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর। এটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’
নেইমার-এমবাপ্পের একসঙ্গে পিএসজিতে থাকার সময়ের তিক্ততা প্রভাব ফেলে পিএসজির ড্রেসিংরুমেও। তাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পিএসজি কর্তৃপক্ষ ও কোচদেরও। পিএসজিতে একসঙ্গে ১৩৬ ম্যাচ খেলেছেন এই দুজন। এই সময়ে দুজনের যুগলবন্দীতে পিএসজির খাতায় যোগ হয়েছে ৫৪ গোল।