নিজ বাড়িতে নারীকে গলাকেটে হত্যা
রাজশাহীতে ফাঁকা বাড়িতে শ্রী রাণী (৫০) নামের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার রাতের কোনো এক সময় শহরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তার স্বামীর নাম মৃত অজয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, নিহত রাণীর নিকটাত্মীয় বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রবিবার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রানীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।