অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের দল ঘোষণা, অধিনায়কত্বে চমক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত এই দলের সবচেয়ে বড় চমক অধিনায়কত্বে। ইনজুরির কারণে সিরিজটিতে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক জস বাটলার। ইংলিশদের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটার হ্যারি ব্রুককে।
প্রথমবারের মতো যেকোনো সংস্করণে ইংল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন ব্রুক। যদিও ইংল্যঅন্ডের ঘরোয়া লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের ও ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জারসের অধিনায়ক ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
আরও একটি পরিবর্তন আনতে হয়েছে ইংল্যান্ড স্কোয়াডে। ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে গেছেন জশ হাল। তার জায়গায় দলে ঢুকেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুনে ফর্মে থাকা লিয়াম লিভিংস্টোন।
অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, অলি স্টোন, রিস টপলি ও জন টার্নার।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে চলছে ১-১ সমতা। সিরিজের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। আজ রবিবার ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। আগামী ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু হবে ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজের সূচি
১ম ওয়ানডে: ১৯ সেপ্টেম্বর, ট্রেন্ট ব্রিজ
২য় ওয়ানডে: ২১ সেপ্টেম্বর, হেডিংলে
৩য় ওয়ানডে: ২৪ সেপ্টেম্বর, সিট ইউনিক রিভারসাইড
৪র্থ ওয়ানডে: ২৭ সেপ্টেম্বর, লর্ডস
৫ম ওয়ানডে: ২৯ সেপ্টেম্বর, ইউনিক স্টেডিয়াম