মাঠে ফিরেই মেসির জোড়া গোল, মায়ামির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩
শেয়ার :
মাঠে ফিরেই মেসির জোড়া গোল, মায়ামির দারুণ জয়

কোপা আমেরিকা ফাইনালে পাওয়া চোটে মাঠে বাইরে ২ মাসের বেশি সময় ছিলেন। তবে ফিরেই চমক দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

ঘরের মাঠে আজ শনিবার অবশ্য শুরুটা ভালো হয়নি মায়ামির। কেননা ম্যাচের দ্বিতীয় মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল উরে।

কিন্তু এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে মায়ামি। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। তার গোল দুটির উৎসে আবার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে যোগ করা সময়ের ৮ মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সুয়ারেজ। সেই গোলটিতে আবার সহায়তা করেছেন মেসি।

এদিকে এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা।