২২ সেকেন্ডে পিছিয়ে পড়েও হলান্ডের জোড়া গোলে সিটির জয়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১
শেয়ার :
২২ সেকেন্ডে পিছিয়ে পড়েও হলান্ডের জোড়া গোলে সিটির জয়

ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করে বসল ম্যানচেস্টার সিটি। তবে সেই ধাক্কা সামলে আর্লিং হলান্ডের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারাল পেপ গার্দিওলার শিষ্যরা। নতুন মৌসুমে ৪ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেল দলটি।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রতিপক্ষের ইয়োয়ান উইসা ২২ সেকেন্ডের গোলে ব্রেন্টফোর্ড এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই দুটি গোল করেন হলান্ড।

এদিন ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বক্সে বাঁ দিক থেকে সফরকারীদের কিন লুইস-পটারের হেড গোলরক্ষক এদেরসনের সামনে থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন সিটির ডিফেন্ডার জন স্টোন্স। কাছ থেকে হেডে ফাঁকা জালে বল পাঠান ইয়োয়ান উইসা।

তবে ১৯তম মিনিটে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। কাইল ওয়াকারের পাস বক্সে পেয়ে ডে ব্রুইনে বল দেন হলান্ডকে। এই তারকার ডান পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

এরপর ৩২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন হলান্ড। এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান গত দুই আসরের গোল্ডেন বুট জয়ী।

প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি গোল (৯) করার রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী হলান্ড। আগের রেকর্ড ছিল ওয়েইন রুনির, ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম চার ম্যাচে ৮ গোল করেছিলেন তিনি। এছাড়া দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে তার গোল হলো ৯৯টি; এর ৭২টি প্রিমিয়ার লিগে, ৭০ ম্যাচে।

লিগে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।