কিংবদন্তি ওয়ার্নের জন্মদিনে মেয়ের আবেগঘন বার্তা
বাবা ওয়ার্নের সঙ্গে ব্রুক। ছবি: সংগৃহীত
২০২২ সালের মার্চে চিরবিদায় নিয়েছেন অস্ট্রেলিয়া তথা বিশ্বের কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। আজ, ১৩ সেপ্টেম্বর তার ৫৫তম জন্মদিন। ওয়ার্নকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়েছেন ওয়ার্নের মেয়ে ব্রুক। এসময় তিনি ওয়ার্নের সঙ্গে ছোটবেলার কিছু ছবিও শেয়ার করেন।
স্ট্যাটাসে ব্রুক লেখেন, ‘শুভ স্বর্গীয় জন্মদিন বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি, এই দিনটা সবসময়ই তোমার বিশেষ দিন হিসেবে থাকবে।’ ব্রুকের এমন বার্তা হৃদয় ছুঁয়েছে ওয়ার্ন ভক্তদের।
৫২ বছর বয়সে থাইল্যান্ডের কোহ সামুইয়ে ওয়ার্ন মারা যান। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। সেসময় এক বিবৃতিতে বলা হয়- শেন ওয়ার্নকে প্রাণহীন অবস্থায় বাসায় পাওয়া যায়। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলেও সাড়া দেননি ওয়ার্ন।
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করা ওয়ার্ন টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ও ১৯৪টি ওয়ানডে খেলেন তিনি। টেস্ট ইতিহাসে ১৪৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৫ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন শ্রীলংকার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেটও আছে ওয়ার্নের।
---অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন। সংগৃহীত ছবি
১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ওই ফাইনালে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের। ২০০৭ সালে সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেন তিনি।
১৯৯৩ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে ওয়ার্নের। আর ২০০৩ সালে দেশের হয়ে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন এই স্পিনার। তবে ২০০৫ সালে মেলবোর্নে এশিয়া একাদশের বিপক্ষে আইসিসি বিশ্ব একাদশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেন ওয়ার্ন। আইপিএলের প্রথম শিরোপাজয়ী দল রাজস্থান রয়ল্যাসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। উইজডেনের শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন তিনি।