শোয়েব মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আরেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১
শেয়ার :
শোয়েব মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আরেক ক্রিকেটার

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলি। বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ’-এর স্টালিওনস দলের মেন্টর করা হয়েছে শোয়েবকে। এমন নিয়োগের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) কড়া সমালোচনা করেছেন বাসিত। 

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েবকে ইঙ্গিত করে বাসিত বলেছেন, ‘যেসব লোক নিজেদের দেশ নিয়ে ভাবে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা স্বীকার করেছে যে তারা ইচ্ছা করেই ম্যাচ হেরেছে তাদের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। যদি আপনারা প্রমাণ চান, আমি দিব। রমিজ রাজ শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছিলেন। সে কী বলেছিল?’

এছাড়াও বাবর আজম থাকা সত্ত্বেও স্টালিওনসের অধিনায়ক হিসেবে মোহাম্মদ হারিসকে নিয়োগ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাসিত। হারিসের অধীনে খেলতে অস্বীকৃতি না জানানোয় বাবর আজমকে কাপুরুষ আখ্যাও দিয়েছেন সাবেক এই ক্রিটেকার। উমর আকমল ও আহমেদ শেহজাদের মতো শক্ত অবস্থানে বাবরেরও যাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। 

বাসিত বলেন, ‘বাবরকে নিয়ে আমার একমাত্র আক্ষেপ হলো, সবাই অধিনায়ক হলো কিন্তু শোয়েব মালিক তাকে অধিনায়ক না বানিয়ে বেছে নিল হারিসকে। বাবর আজমের পকেট থেকে ১০টা হারিস বের করা যাবে। এটা তার প্রতি বড় ধরনের তিরস্কার। বাবরও একটা কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদের মতো তারও খেলতে অস্বীকৃতি জানানো উচিত ছিল।’

এদিকে অধিনায়কত্ব বাছাই নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন শোয়েব মালিক। হারিসের প্রতিভা উল্লেখ করে মালিক বলেন, ‘আমাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কেবলমাত্র সেই খেলোয়াড়দেরই অধিনায়ক নির্বাচিত করা হবে যারা আমার দৃষ্টিভঙ্গি অনুসারে ভূমিকা পালন করতে পারে এবং যাদের কিছু দক্ষতাও রয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে, একজন অধিনায়কের দক্ষতা ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে আলাদা। আমি আমার অধিনায়ক বাছাই করার পরিকল্পনা করেছি যার দক্ষতা আছে এবং দীর্ঘমেয়াদে পাকিস্তানকে সাফল্য দিতে পারবে।’