আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট পরিত্যক্ত, ভারতের মাটিতে বিব্রতকর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪
শেয়ার :
আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট পরিত্যক্ত, ভারতের মাটিতে বিব্রতকর ইতিহাস

হোম ভেন্যু হিসেবে ভারত বা সংযুক্ত আরব আমিরাতের মাঠ ব্যবহার করে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্টটির ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছিল ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডকে। প্রথম দিনে ভেজা মাঠের কারণে বল মাঠে গড়ায়নি। পরের চার দিনেও মাঠের নাজুক সুবিধা কিংবা বৃষ্টির বাধায় বল মাঠে গড়ায়নি। এমনকি হয়নি টসও। ফলে আজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে ভারতের মাটিতে তৈরি হলো এক বিব্রতকর ইতিহাস। ১৯৩৩ সালে প্রথমবারের মতো ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল টেস্ট। এরপরের ৯১ বছরের মধ্যে এই প্রথম টেস্টে কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হলো। 

এশিয়ার মাটিতে এর আগে একটি টেস্টেই বল মাঠে গড়ানোর আগে পরিত্যক্ত হয়েছে। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে স্বাগতিকদের সঙ্গে জিম্বাবুয়ের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বল মাঠে গড়ানোর আগেই। সবমিলিয়ে এখনো পর্যন্ত ৭টি ম্যাচ এভাবে পরিত্যক্ত হয়েছে। 

গত সপ্তাহে গ্রেটার নয়ডা শহরে অবিরাম বৃষ্টি হয়েছে। টেস্টের প্রথম দুই দিন মাঠের দুর্বল নিষ্কাশন ব্যবস্থার ফলে স্যাঁতসেঁতে আউটফিল্ডের কারণে খেলা ব্যাহত হয়েছিল। তারপর, তৃতীয় এবং চতুর্থ দিনে বৃষ্টি হস্তক্ষেপ করায় বল মাঠে গড়ায়নি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তাদের এই টেস্ট (নিউজিল্যান্ডের বিপক্ষে) আয়োজন করার জন্য কানপুর এবং বেঙ্গালুরুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রেটার নয়ডায় ভেন্যু বাছাই করা হয়েছে, কারণ সেই দুইটি ভেন্যু ভারতীয়দের ম্যাচের জন্য (আসন্ন ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট এবং সম্প্রতি শেষ হওয়া দুলীপ ট্রফি রাউন্ড ওয়ান) সংরক্ষিত ছিল। 

নিউজিল্যান্ড-আফগানিস্তানের এই টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে সামনেই শ্রীলংকা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তাই, তাদের জন্য মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল। অন্যদিকে, ২০২১ সালের পর প্রথম জয়ের সন্ধানে ছিল আফগানিস্তান।