ঘরে ঝুলছিল ব্র্যাক ম্যানেজারের মরদেহ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯
শেয়ার :
ঘরে ঝুলছিল ব্র্যাক ম্যানেজারের মরদেহ

ময়মনসিংহের ধোবাউড়ায় হুমায়ূন কবির (৪৫) নামের এক ব্র্যাক ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার কলসিন্দুর বাজারের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। 

হুমায়ূন কবির বগুড়া জেলার ধনুক থানা বেলকুচি গ্রামের বাসিন্দা মৃত ছামছুল হকের ছেলে। তিনি ব্র্যাকের শাখা অফিস কলসিন্দুরে ম্যানাজার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাধে কলসিন্দুর বাজারের ভাড়া বাসায় থাকতেন।

এসআই শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।