‘সৃষ্টিকর্তা তাকে অনন্য উপায়ে তৈরি করেছেন’

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪
শেয়ার :
‘সৃষ্টিকর্তা তাকে অনন্য উপায়ে তৈরি করেছেন’

ভারতের তো বটেই, বর্তমান বিশ্বেরই অন্যতম সেরা পেস বোলার জাসপ্রিত বুমরাহ। স্বাভাবিকভাবেই অনেক পেসারের আদর্শ তিনি। তবে তাকে অনুসরণ করা সহজ নয় বলেই মনে করেন বর্তমানে ভারতের জাতীয় দলে ডাক পাওয়া পেসার আকাশ দীপ। সৃষ্টিকর্তা তাকে অনন্য উপায়ে তৈরি করেছেন বলেও মনে করেন তিনি। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাঁচিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক হয় আকাশের। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টেও জায়গা হয়েছে এই পেসারের। শামি না থাকায় আকাশের ওপর থাকবে ভারতের পেস বোলিং লাইন আপে বড় দায়িত্ব। দুলীপ ট্রফিতে দুর্দান্ত বল করে সেই দায়িত্ব ভালোভাবে পালনের আভাসও দিয়েছেন তারকা। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে আকাশের কাছে জানতে চাওয়া হয়েছিল তার বোলিং আদর্শের ব্যাপারে। জবাবে আকাশ বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে খুব বেশি অনুসরণ করি না।...বিশ্বের প্রতিটি বোলারের নিজস্ব অ্যাকশন ও কৌশল রয়েছে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে দুর্দান্ত। আমি রাবাদাকে (কাগিসো) কিছুটা অনুসরণ করি এবং বুমরাহ একজন কিংবদন্তি। তাকে অনুসরণ করা কঠিন। সৃষ্টিকর্তা তাকে অনন্য উপায়ে তৈরি করেছেন এবং আমি তার থেকে সবকিছু শিখতে পারব না।’

বাংলাদেশ সিরিজে যথারীতি অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। আকাশের কণ্ঠে ঝড়ল অধিনায়কের ভূয়সী প্রশংসা, ‘রাঁচিতে আমি প্রথম ম্যাচ খেলেছি রোহিত ভাইয়ের অধিনায়কত্বে। আমি ভাবতাম দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলা কত কঠিন হবে! আমার প্রথম ম্যাচে তিনি ছিলেন বিশেষ- আমি যে ভারতের হয়ে খেলেছি সেটাই মনে হয়নি। তিনি সবকিছু এত গোছালোভাবে করেন, সাবলীলভাবে কথা বলেন এবং সহজ নির্দেশনা দেন, ক্রিকেটারদের কাজ তাতে সহজ হয়ে যায়। তার অধীনে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য ভাগ্যের ব্যাপার।’