ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২
শেয়ার :
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে। স্বাগতিকদের দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবারের আগে তাদের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়েরও রেকর্ড ছিল না। ইতিহাস তৈরি করা সেই দলের সঙ্গে আজ সাক্ষাৎ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বিজয়ের পরই বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে সেই বার্তা দেওয়া হয়েছিল। অবশেষে আজ সেই সাক্ষাৎ হলো। 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের দুইটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। পরের ম্যাচে শান মাসুদদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানান।

ড. ইউনূস তখন বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

পাকিস্তান সিরিজের পরও ফুরসত নেই বাংলাদেশ দলের। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।