রিশাদের পর টি-১০ লিগে বিজয়
রিশাদ হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন এনামুল হক বিজয়। আগামী ২১ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়েতে শুরু হওয়া আসরটিতে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স বিজয়কে দলে নিয়েছে।
বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। এর আগে ২২ বছর বয়সী লেগ-স্পিনার রিশাদকে হারারে বোল্টস দলে ভেড়ায়। বিজয়ের সাথে বুলাওয়েও ব্রেভসের তারকা সজ্জিত লাইন-আপে খেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট।
বাংলাদেশ থেকে গত বছর জিম আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী আসরে অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। যেখানে জোবার্গ বাফেলোসের হয়ে আট ম্যাচে মুশফিক ১২৬ রান করেছিলেন। আর তাসকিন খেলেছেন বুলাওয়েও ব্রেভসের হয়েই। সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছিলে এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ-সর্বোচ্চ উইকেটশিকারি।