ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯
শেয়ার :
ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার। ফাইনালের মঞ্চে টেলর ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে আসরটি শিরোপা ঘরে তোলেন এই ইতালিয়ান তারকা।

পুরুষ টেনিসের বর্তমান শীর্ষ তারকা সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতলেন। যেখানে ২৩ বছর বয়সীর এটি চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের।

অন্যদিকে সিনারের সাফল্য-মেশানো আবেগাপ্লুত হওয়ার দিনটি ফ্রিটজের জন্য ছিল বিপরীত। ২৬ বছর বয়সী এই তরুণের সামনে ছিল ২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। কিন্তু যুক্তরাষ্ট্রকে আরেকটি ট্রফি এনে দিতে না পারায় ব্যথিত ১২তম বাছাই হিসেবে নামা ফ্রিটজ।