ইউএস ওপেন /

নতুন রাজার অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২
শেয়ার :
নতুন রাজার অপেক্ষা

বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের ছেলেদের এককের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ১২টায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবেন ইয়ানিক সিনার ও টেলর ফ্রিটজ। কার্যত অপেক্ষা নতুন রাজার।

দুজনের যে-ই চ্যাম্পিয়ন হোক, নতুন ইতিহাস গড়তে যাচ্ছে টুর্নামেন্ট। প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন দুজন। সিনার স্বপ্ন দেখছেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। 

বড় স্বপ্ন ফ্রিটজেরও। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ছেলেদের এককে ২১ বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না যুক্তরাষ্ট্র। ২৬ বছর বয়সী ফ্রিটজকে ঘিরে এবার আশা দেখছে তারা। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড়ের সামনে প্রথম মৌলিক কোনো ট্রফি জয়ের হাতছানি। 

এবারের ফাইনালে যে মার্কিন প্রতিনিধি থাকছে সেটি বোঝা গেছে শেষ আটের পর। সেমিফাইনালে পিছিয়ে থেকেও ৫ সেটের থ্রিলার জিতেছেন ফ্রিটজ। ফ্রানসেস তায়াফোকে বিদায় করেছেন তিনি। অল-আমেরিকান লড়াইয়ে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-১, ৬-৪ গেমে জেতেন ফ্রিটজ। 

দীর্ঘ দেড় দশক পর ছেলেদের এককের কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের কেউ। শেষবার ২০০৯ সালে উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক। কিন্তু সেই ম্যাচে রজার ফেদেরারের কাছে স্বপ্ন জমা দিয়ে আসেন তিনি। এবার সেই দুঃখ ঘোচানোর সুযোগ যুক্তরাষ্ট্রের। কাজটা কঠিন। কারণ ফ্রিটজকে লড়তে হবে প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনারের সঙ্গে। 

সেমিতে সরাসরি সেটে জিতে ইতিহাস গড়েছেন সিনার। প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। শেষ চারে জ্যাজ ড্র্যাপারকে ৭-৫, ৭-৬ (৩), ৬-২ গেমে হারিয়েছেন সিনার।