জয় শাহ’র আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে মুখ খুললেন নকভি
গত মাসের শেষের দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আইসিসির আগের চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে আগ্রহী না হওয়ায় চেয়ারম্যান হওয়ার দৌড়ে এমনিতেই এগিয়ে ছিলেন জয়।
জানা গেছে, আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন পাননি জয় শাহ। ৩৫ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন আইসিসির সদস্য সংখ্যা ১৬। মনোনয়ন জমা দেওয়ার পূর্বে জয়কে সমর্থন করেছিলেন ১৫ জন সদস্য। শুধু পিসিবির মানে মহসিন নকভির সমর্থন পাননি বিসিসিআই সচিব।
জয় আইসিসি চেয়ারম্যান হওয়ার পর এতদিন মুখে কুলুপ এটে ছিলেন নকভি। অবশেষে মুখ খুললেন পাকিস্তান বোর্ডের সভাপতি। তিনি জানিয়েছেন, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় কোনো উদ্বেগ নেই তার।
নকভির বক্তব্য উদ্ধৃত করে জিও নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘জয় শাহর সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তার আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে কোনো উদ্বেগ নেই।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখ। তবে এই সভায় উপস্থিত থাকতে পারবেন না জানিয়ে নকভি বলেছেন, ‘আমি সভায় উপস্থিত থাকতে পারব না, যোগ দেবেন সালমান নাসির। এই সভায়ই ঠিক হবে পরবর্তী সভাপতি (এসিসি) কে হচ্ছেন।’
প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। তিনিই আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির দায়িত্ব নিলেন জয়।