ইউএস ওপেনের ফাইনালে সিনার-ফ্রিটজ
চলমান ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন ইয়ানিক সিনার ও টেলর ফ্রিটজ। ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রেপারের সেমিফাইনালের ম্যাচে ৫-৭, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে জয় পান এক নম্বর তারকা সিনার। তবে খেলার মাঝেই অসুস্থ হয়ে যান ড্রেপার। তাকে দেখা যায় বমি করতে।
অন্য সেমিফাইনালে ফ্রিটজ জেতায় যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় ১৫ বছর পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নিল। তিনি হারিয়ে দিলেন ফ্রান্সেস টিয়াফোকে। পাঁচ সেটে লড়াই শেষে ফ্রিটজ জিতলেন ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে। সবশেষ অ্যান্ডি রডিক ২০০৯ সালে রডিক উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন।
এদিকে ফ্রিটজ এই মুহূর্তে বিশ্বের ১২ নম্বর তারকা। ফাইনালে সিনারের বিপক্ষে খেলতে হবে তাকে। ফাইনালে উঠে ফ্রিটজ বলেন, ‘নিজেকে উজাড় করে দিয়েছিলাম। জিততে না পারলে সারা জীবন আফসোস করতাম। ফাইনালেও আমি এই ভাবেই খেলতে চাই। নিজের সবটুকু দিয়ে খেলব।’