স্বপ্নের ঠিকানায় রোনালদো
মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। কখন করবেন ৯০০তম গোল। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ৮৯৯ গোল করার পর বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো পৌঁছে গেলেন কাক্সিক্ষত সেই মাইলফলকে। পর্তুগিজ সুপারস্টার এখন ৯০০ গোলের মালিক। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে এই কীর্তি গড়লেন রোনালদো।
নেশনস লিগে পর্তুগাল খেলতে নেমেছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ২-১ গোলে জিতল রোনালদোর দল। ম্যাচে ৩৪ মিনিটের মাথায় গোল করেন সিআরসেভেন। শেষ পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে পারেননি তিনি। বৃহস্পতিবার রাতে নুনো মেন্ডেসের ক্রস থেকে ভলিতে গোল করেন ৩৯ বছরের রোনালদো। এমন অনন্য নজির স্থাপন করার পর রোনালদো বলেছেন এই রাতটি ছিল মাইলফলকের রাত।
সাধারণত গোল করলে রোনালদোকে দেখা যায় বিশেষ এক ভঙ্গিতে উৎসব করতে। যা ‘সিউ’ বলে পরিচিত। কিন্তু ৯০০তম গোল করে রোনালদো মুখ ঢেকে হাঁটু মুড়ে বসে পড়েন। সবুজ ঘাসে মাথা ছুঁইয়ে রাখেন কিছুক্ষণ। আবেগ ফুটে উঠছিল তার প্রতিক্রিয়াতেই।
ক্যারিয়ারের এই মাইলফলকে পৌঁছে রোনালদো বলেন, ‘আমার জন্য এটি মাইলফলকের রাত। আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম এক দিন পৌঁছে যাব। আমি জানতাম খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই এই মাইলফলকে পৌঁছাতে পারব।’
৯০০ ছোঁয়ার পর থেকে এবার নতুন ‘কাউন্ট ডাউন’ শুরু হবে তার। কয়েক দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ১ হাজার গোল করতে চান তিনি। ম্যাচের পর সামাজিক মাধ্যমে নিজের কিছু গোলের সংকলনের ভিডিও পোস্ট করে তিনি সেই বার্তাও দিয়ে রাখেন ক্যাপশনে, ‘এমন কিছুর স্বপ্ন দেখেছিলাম এবং আমার আরও অনেক স্বপ্ন আছে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
সবাইকে ধন্যবাদ।’
দেশের জার্সিতে ছাড়াও খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসে। এখন রোনালদো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। সব দল মিলিয়ে তিনি ৯০০টি গোলের কীর্তি গড়লেন। ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদে। সর্বজয়ী এই ক্লাবের হয়ে রোনালদোর গোল ৪৫০টি। এরপর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর গোল ১৪৫টি। জাতীয় দল পর্তুগালের হয়ে তার গোল ১৩১টি । জুভেন্টাসের হয়ে ইউরোপে সাফল্য না পেলেও গোল করেছেন ১০১টি। এ ছাড়া ৬৮ গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫ গোল করেছেন স্পোর্টিং লিসবনের হয়ে।
ইউরো নেশনস লিগে রোনালদোর রেকর্ডের রাতে জয় পেয়েছে পর্তুগাল ২-১ গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে। রোনালদো ছাড়া গোল করেছেন ডিয়োগো দালোত। আর ক্রোয়েশিয়ার গোলটি ছিল আত্মঘাতী সেই দালোতের।
যেভাবে ৯০০ গোল
আরও পড়ুন:
বিপাকে আলভেস
পর্তুগাল ১৩১
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
জুভেন্টাস ১০১
আরও পড়ুন:
শেষটা রাঙাতে পারবেন কি ডি মারিয়া
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫