তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে, ড. ইউনূসের হুঁশিয়ারি
দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন সমস্যাটি আন্তর্জাতিক আইন মেনে সমাধান হতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।
আজ শুক্রবার বার্তা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারি বাসভবন যমুনায় পিটিআইকে বিশেষ সাক্ষাতকার দিয়েছেন ড. ইউনূস। সেখানে উঠে এসেছে তিস্তা পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ। তিনি বলেছেন, তার সরকার বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন।ছ
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
ড. ইউনূস বলেন, অনেকদিন ধরেই এই সমস্যার কোনো সমধান আসছে না। এটি সমাধানের প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেন তারা। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে অবশ্যই এর সমাধান হতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ড. ইউনূস বলেন, এই সমস্যার সমাধান না করে কোনো লাভই নেই। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো, আমি খুশি না থেকেও যদি স্বাক্ষর করি তাও বিষয়টি ভালো। এই সমস্যার সমাধান হওয়া দরকার।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?