দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা উলভার্ট-জানসেন
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বার্ষরিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নারী ব্যাটার লরা উলভার্টের জয়জয়কার। দেশটির নারী দলের অধিনায়ক একাই জিতে নিলেন পাঁচ-পাঁচটি পুরস্কার! আর ছেলেদের বিভাগে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন মার্কো জানসেন।
এই পুরস্কারের জন্য গত বছরের ১ মে থেকে এই বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়া হয়। যেখানে সমর্থকদের ভোটে সেরা হওয়ার পর উলভার্ট জিতেছেন মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। পরে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছে তিনি। ক্রিকেটারদের ভোটে সেরা নারী ক্রিকেটারও তিনিই। এরপর সবচেয়ে বড় পুরস্কার বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন।
গত ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স ছেলেদের বর্ষসেরায় জানসেনকে এগিয়ে নিয়েছে । ওই আসরে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। পরে বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে জয়ে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছিলেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।
কুইন্টন ডি কিক ছেলেদের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন। ছেলেদের টি-টোয়েন্টির সেরা হয়েছেন রিজা হেনড্রিকস। ডেভিড বেডিংহ্যাম জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। তিনি আবার ছেলেদের সেরা নবাগত ক্রিকেটার হয়েছেন। মেয়েদের সেরা নবাগত ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এলিজ-মারি মার্ক্স।
কেশাভ মহারাজ ছেলেদের বিভাগে ক্রিকেটারদের ভোটে সেরা ক্রিকেটার। বর্ষসেরা ডেলিভারির পুরস্কার পেয়েছেন মারিজান ক্যাপ।
‘মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড’ জিতেছেন মাসাবাতা ক্লাস। পেস বোলিং কিংবদন্তি এনটিনির মতোই যারা অনেক প্রতিকূলতার সঙ্গে জিতে ও নানা পারিপার্শ্বিকতার সঙ্গে লড়াই করে খেলেছে, তাদেরকে দেওয়া হয় এই পুরস্কার। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন ৩৩ বছর বয়সী এই পেসার।
এদিকে বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোও জিতেছেন একটি পুরস্কার। ঘরোয়া ক্রিকেটে মেন’স ডিভিশন ওয়ান ‘কোচ অব দা ইয়ার’ হয়েছেন তিনি।