বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডে

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৯
শেয়ার :
বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডে

বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাথ কিছুদিনের জন্য নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যোগ দেবেন। কিছুদিন পর দক্ষিণ এশিয়ায় ছয়টি টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। যেখানে এর প্রথম তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীলংকার এই স্পিন গ্রেট।

এছাড়া নিউজিল্যান্ডের কোচিং স্টাফে ছোট্ট মেয়াদে কাজ করবেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রাম রাঠোরও। তিনি নিউজিল্যান্ড দলে ব্যাটিং কোচ হিসেবেই কাজ করবেন।

ভারতের গ্রেটার নয়ডায় আগামী সোমবার থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু কবে নিউজিল্যান্ডের দক্ষিণ এশিয়া চ্যালেঞ্জ। আফগানদের বিপক্ষে ওই টেস্টের পর শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। দুটি টেস্টই হবে গলে।

হেরাথ মূলত এই তিন টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে কাজ করবেন। রাঠোর থাকবেন শুধু আফগানদের বিপক্ষে টেস্টে।

এদিকে শ্রীলংকা সফর শেষে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছাড়া বাকি পাঁচটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।