মোস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭
শেয়ার :
মোস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিল চেন্নাই

আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে যাওয়ার পর থেকেই মোস্তাফিজুর রহমানকে বিভিন্নভাবে মনে করে আসছে দলটি। আজ বাংলাদেশি এই তারকার জন্মদিনেও ব্যতিক্রম নয় চেন্নাই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে ধোনির দল।

মোস্তাফিজ গত মৌসুমে চেন্নাইতে যোগ দেন। যদিও পুরো আসর খেলতে পারেননি। আজ শুক্রবার চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, 'কাটারের জাদু দেখিয়ে যাও।'

মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন। যা আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে। মোট ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।