২০ বছর পর জয়ের দেখা পেল যে দল

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫
শেয়ার :
২০ বছর পর জয়ের দেখা পেল যে দল

এক, দুই বা পাঁচ বছর নয়, সান মারিনোকে একটি ম্যাচ জিততে ২০ বছর অপেক্ষা করতে হলো। তাইতো জয় পেয়ে বাঁধনহারা হয়ে পড়লেন দলের সদস্যরা। যে যাকে সামনে পেয়েছেন, তাকেই জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন।

উয়েফা নেশনস লিগে গতকাল বৃহস্পতিবার লিখটেনস্টানকে ১-০ গোলে হারায় সান মারিনো। ইতালির মাঝখানে অবস্থিত ছোট্ট দেশটি প্রতিযোগিতামূলক আসরেও তাদের প্রথম জয় পেল। সবশেষ তারা ২০০৪ সালের ২৮ এপ্রিল এই লিখটেনস্টাইনের বিপক্ষেই জিতেছিল সান মারিনো। সেই ম্যাচেরও ফল ছিল ১-০। তবে সেটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

মাত্র ৩৩ হাজার জনসংখ্যা ও ৬১ বর্গকিলোমিটারে দেশ সান মারিনোই বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের একদম তলানির দল (২১০)। গত রাতে জয়ের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ১৪০ ম্যাচ জয়হীন থাকার বিব্রতকর বিশ্ব রেকর্ড আর বাড়তে দেয়নি তারা।

নিজেদের জাতীয় স্টেডিয়াম সেরাভাল্লেতে কাল ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোল করেছেন নিকো সেনসোলি। দুই দশক আগে সান মারিনো যখন আগের জয়টি পেয়েছিল, তখন তার জন্মই হয়নি! তরুণ এ মিডফিল্ডার পৃথিবীর আলো দেখেছেন ২০০৫ সালের ১৪ জুন; আগের জয়টির প্রায় ১৪ মাস পর।