আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের - উপদেষ্টা নাহিদ
ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের দেখভালের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। ঢাকার বাইপাইলে পুলিশের গুলিতে নিহত রমজান আলীর পরিবার গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান। উপদেষ্টা নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। এ সময় তিনি রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন; পাশাপাশি আন্দোলনে নিহত সবার পরিবারকে মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন। রমজান নাটোরের সিংড়ার একটি কলেজে ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় তিনি বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এই শিক্ষার্থী ৫ আগস্ট ওই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।
ইউএনডিপি প্রতিনিধিদের সাক্ষাৎ
গত ১৫ বছর ডিজিটাইজেশনের নামে হওয়া দুর্নীতি ও অনিয়মগুলো তদন্ত চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎকালে নাহিদ প্রতিনিধি দলকে এ কথা জানান।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
স্টিফেন লিলেন বলেন, আমরা তদন্তের বিষয়টা খুবই গুরুত্বসহকারে দেখছি। তা ছাড়া সামাজিক মাধ্যমে আমরা কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো তদন্ত করছি। এটুআইয়ের সঙ্গে ২০২৫ সালের চুক্তি শেষ হবে উল্লেখ করে স্টিফেন বলেন, ভবিষ্যতে সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করতে আগ্রহী।
নতুন রোডম্যাপ করা হচ্ছে, বাংলাদেশি তরুণদের বিভিন্ন উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ইউএনডিপি ভূমিকা পালন করতে পারে বলেন নাহিদ। উপদেষ্টা বলেন, আইসিটির সব সুবিধা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। তা ছাড়া তরুণদের সাইবার নিরাপত্তা, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে চাই। বাংলাদেশি ছাত্ররা যারা বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ হিসেবে কাজ করছেন, তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। তারা দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারবেন বলে প্রতিনিধিদের জানান উপদেষ্টা।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল