প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে যাওয়া সেই অ্যাথলেটের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
শেয়ার :
প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে যাওয়া সেই অ্যাথলেটের মৃত্যু

প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নেওয়া উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপতেগুইয়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন তার প্রেমিক। এবার সেই ঘটনায় আজ বৃহস্পতিবার মৃত্যু হলো রেবেকার। এর আগে গত সোমবার কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম জানিয়েছে, মর্মান্তিক এক ঘটনায় তার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছে।

বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য প্রতিবেশী দেশ কেনিয়াতে থাকেন ৩৩ বছর বয়সী দৌড়বিদ। ঘটনাটি ঘটেছে সেখানেই। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেবেকা।

আগামীকাল শুক্রবারই নাইরোবিরই অন্য একটি হাসপাতালে স্থানান্তরের কথা ছিল রেবেকাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হতে থাকে। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। কেনিয়ার ওই হাসপাতালের কর্তা ডাক্তার ওয়েন মেনাশ বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কাল রাতে ওঁর সব অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।’