বাংলাদেশের সামনে ভুটান

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
বাংলাদেশের সামনে ভুটান

স্বাগতিক ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দুদলের ম্যাচটি শুরু হবে। ফিফা বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান। র‌্যাংকিংয়ে কাছাকাছি অবস্থানে থাকলেও ভুটানের ম্যাচ কঠিন হবে বলেই মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই ম্যাচটি সহজ হবে না।

গত জুনে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার পর দীর্ঘ বিরতি নিয়ে মাঠে ফিরছে বাংলদেশ ফুটবল দল। চলতি বছর ৬টি ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সর্বশেষ গত বছরে অক্টোবরের সাফে মালদ্বীপের বিপক্ষে ২-১ জিতেছিল তারা। এরপর দুটি ম্যাচে ড্র করলেও বাদবাকি সব ম্যাচেই হেরেছেন লাল-সবুজের জার্সিধারীরা। তাই ভুটান ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। জামাল বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য ম্যাচটি কঠিন হবে। কারণ তিন মাস পর খেলছি আমরা। আমার ক্যাম্প করলেও ভুটানের খেলোয়াড়দের মতো নই। তবে আশা করছি, ভালো একটি ম্যাচ হবে। কেননা, ক্যাম্পে আমরা নিজেদের প্রস্তুত করেছি। সব দিক থেকে ভুটানকে মোকাবিলার করার জন্য প্রস্তুত আমরা।’ ঘরের মাঠে ভুটান ভালো দল। তাদের দলে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার আছেন। তারা খুবই বিপজ্জনক। অবশ্য তাদের ব্যর্থ করতে হবে। তা না হলে ম্যাচে বিপদে পড়তে পারে বাংলাদেশ। জামালদের কোচ হ্যাভিয়ের কাবরেরাও মনে করেন ভুটানের বিপক্ষে ম্যাচ চ্যালেঞ্জিং হবে। কারণ তারা ঘরের মাঠে খেলবে। তবে ভুটানে গিয়ে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তারা নিজেদের সেরাটা দিয়েই খেলবেন। সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফজয়ী দলের চার ফুটবলার ভুটানের বিপক্ষে স্কোয়াডে আছেন। এটি ইতিবাচক দিক। দলের ফুটবলাররা সবাই নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছেন বলে জানালেন কাবরেরা। ভুটানের বিপক্ষে ভালো ফুটবলার খেলার দিকেই নজর তার শিষ্যদের। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে খুবই আত্মবিশ্বাসী ভুটানের খেলোয়াড়রা। দলটির অধিনায়ক নিমা ওয়াংডি জানালেন, বাংলাদেশ ম্যাচের জন্য আত্মবিশ্বাসী তারা। তাদের দলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া দারুণ। তারুণ্যদীপ্ত দল নিয়ে খেলবে ভুটান।

এ পর্যন্ত বাংলাদেশ-ভুটান মোট ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১১টি ম্যাচেই জয়ের রেকর্ড বাংলাদেশের। একটি মাত্র ম্যাচে হারের রেকর্ড রয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে এএফসি এশিয়ান কাপে ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুন:

বিপাকে আলভেস