৪ নারীকে নিয়ে আসামে ঢুকতে চেয়েছিলেন হৃদয়
৪ নারীকে নিয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করতে চেয়েছিলেন হৃদয় শেখ নামে এক বাংলাদেশি যুবক। তবে অনুপ্রবেশের সময় আসামের পুলিশ তাকে ধরে ফেলে। পরে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আসামের কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ক্রিপুরা রাজ্য দিয়ে করিমগঞ্জে প্রবেশের চেষ্টা করেছিল তারা। করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন। পরে এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, আসামের পুলিশ সদস্যরা ইন্দো-বাংলাদেশ সীমান্ত এলাকায় যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে। সেখান থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানো হয়েছে। তারা হলেন, আফরোজা জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ ও লাখিপুর আখতার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১ হাজার ৮৮৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?