কাবাডি ফেডারেশন থেকে হাবিবুরকে অপসারণ
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. হাবিবুর রহমানকে অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদককেক অপসারণ করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ডিএমপি কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় হাবিবুরকে। এর কয়েক দিন পর তাকে পুলিশের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা হাবিবুর ২০১৬ সালের শেষ দিকে গঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়ে তিনি কাবাডি ফেডারেশনে ঢুকেছিলেন।