টাইগারদের অভিনন্দন জানিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৪
শেয়ার :
টাইগারদের অভিনন্দন জানিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানের মাটিতে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট সিরিজে দলটিকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল টাইগাররা। এমন কীর্তির পর জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের অসামান্য এক জয় এল।