পাকিস্তানের মাটিতে হাসান-রানা-তাসকিনের ইতিহাস
ভেন্যু বাংলাদেশে হোক বা বিদেশের; সবসময়ই বোলিংয়ে বাংলাদেশের মূল অস্ত্র ছিল স্পিন। তবে দিন বদলেছে। এখন বাংলাদেশের পেসাররাও রাখছেন বড় অবদান। এই তো—রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটির দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা।
আজ রাওয়ালপিন্ডিতে বল হাতে আগুন ঝড়িয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। পেসারদের এমন পারফরম্যান্সেই পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে বাংলাদেশ। গতকালের ২ উইকেটসহ আজ মোট ৫ উইকেট নিয়েছেন হাসান। গতির ঝড় তুলে নাহিদের শিকার ৪ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার তাসকিন আহমেদের।
তিন পেসারের এমন দাপটে হয়ে গেল একটি রেকর্ডও। আন্তর্জাতিক টেস্টে প্রতিপক্ষের ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা—এমন দৃশ্য নতুন না হলেও বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। টেস্টের কোনো ইনিংসে এর আগে কখনো প্রতিপক্ষের ১০ উইকেট নিতে পারেননি পেসাররা।
টেস্টে প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেটের অন্য সংস্করণে এই কীর্তি অবশ্য আগেই গড়েছে বাংলাদেশ। গত বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন তিন পেসার এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে এমন কীর্তি গড়েন পেসাররা। তখন ১০ উইকেট ভাগ করে নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।
এদিন, ব্যক্তিগত রেকর্ড গড়েছেন হাসান মাহমুদও। টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।