৬ ছাত্রনেতার বিরুদ্ধে ভারতীয় নিষেধাজ্ঞার খবর ভুয়া: ইন্ডিয়া টুডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয়জন নেতার বিরুদ্ধে ভারতীয় যে নিষেধাজ্ঞার খবর প্রকাশ হয়েছে তা ভুয়া বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এক কর্মকতার বরাত দিয়ে গতকাল রবিবার তারা এই তথ্য জানায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
১ সেপ্টেম্বর ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনামে মিরর নিউজ এশিয়ায় খবর প্রচারিত হয়। সেখানে ছয়জন শিক্ষার্থীর নামও উল্লেখ করা হয়েছে। সেই সংবাদমাধ্যমে বরাতে বাংলাদেশি মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ করে। তবে দিল্লির কর্মকর্তারা জানিয়েছে এই খবর পুরোপুরি ভুয়া।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাইয়ের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরে এই আন্দোলন রূপ নেয় সরকারপতনের আন্দোলনে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?