লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১
শেয়ার :
লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ

ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করলেন মোহামেদ সালাহ। তার অসাধারণ নৈপুণ্যেই ৩-০ গোলে জয় পায় লিভারপুর। তবে ম্যাচ শেষে সবাইকে অবাক করে দিয়ে তিনি সালাহ জানান, আগামী মৌসুমে এই ঠিকানায় তাকে নাও দেখা যেতে পারে।

এবারের লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন সালাহ। তার দলও জিতেছে সবগুলো ম্যাচ। ম্যানচেস্টার সিটির সমান ৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের দুইয়ে।

স্কাই স্পোর্টসকে নিজের ভবিষ্যৎ ভাবনা জানান মিশরের স্ট্রাইকার। তিনি বলেন, ‘খুব ভালো একটা গ্রীষ্ম কেটেছে আমার, লম্বা একটা সময় ধরে নিজেকে নিয়ে এবং ইতিবাচকভাবে ভাবতে পেরেছি। আপনারা জানেন, এই ক্লাবে এটাই আমার শেষ বছর।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু সময়টা উপভোগ করতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না…মনে হচ্ছে, আমার ফুটবল খেলায় কোনো বাধা নেই এবং আগামী বছর কী হয়, দেখা যাবে।’

 ‘ক্লাবের কেউ এখনও আমার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেনি। তাহলে ঠিক আছে, আমি এখানে আমার শেষ মৌসুম খেলব এবং মৌসুম শেষে দেখা যাবে, কী হয়। বিষয়টা আমার ওপর নির্ভর করছে না।’-যোগ করেন সালাহ।

এর আগে ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর, ‘অল রেড’ খ্যাত দলটির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ২১৪টি গোল করেছেন সালাহ, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯২টি। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ জিতেছেন আরও কয়েকটি শিরোপা।