গেইলের যে বিশ্বরেকর্ড ভেঙেছেন পুরান

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭
শেয়ার :
গেইলের যে বিশ্বরেকর্ড ভেঙেছেন পুরান

ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। তিনি ভেঙেছেন ক্যারিবীয় দৈত্য ক্রিস গেইলের রেকর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গেইলকে পেছনে ফেলেন পুরান।

পুরান ভেঙেছেন ৯ বছরের পুরনো রেকর্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৫ ছক্কা মেরেছিলেন গেইল। এ বছর কুড়ি ওভারের ক্রিকেটে ১৩৯ ছক্কা মেরেছেন পুরান। বছর শেষ হতে আরও চার মাস বাকি। কাজেই সংখ্যাটা পুরান কোথায় নিয়ে যান সেটিই দেখার অপেক্ষা।

অবশ্য শীর্ষস্থান হারালেও এই রেকর্ডের দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন গেইল। ২০১২ সালে ১২১টি, ২০১১ সালে ১১৬টি, ২০১৬ সালে ১১২টি, ২০১৭ সালে ১০১টি ছক্কা মেরেছিলেন তিনি।