ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১২:৪৭
শেয়ার :
ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের টেস্ট; দুই জায়গায়ই রাখা হয়েছে সামিতকে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে ভারত। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উত্তর প্রদেশের মোহাম্মদ আমান আর চারদিনের ম্যাচের অধিনায়কত্ব করবেন মধ্য প্রদেশের সোহম পত্রবর্ধন। পদুচেরিতে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে তিনটির। আর চেন্নাইতে চারদিনের প্রথম ম্যাচটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি অক্টোবরের ৭ তারিখে। 

বর্তমানে বেঙ্গালুরুতে মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে মাইশুর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার সামিত। যদিও এখনো পর্যন্ত দেখানোর মতো পারফর্ম করতে পারেননি তিনি। ৭ ম্যাচ থেকে মোট ৮২ রান করেছেন তিনি। যার মধ্যে সর্বোচ্চ ৩৩। এখনো পর্যন্ত বল হাতে নেননি তিনি। 

তবে বছরের শুরুতে কোচবিহার ট্রফিতে কর্নাটককে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন তিনি। সেই টুর্নামেন্টে ৮ ম্যাচ থেকে ৩৬২ রান করেছেন ১৮ বছর বয়সী এই তারকা। এর মধ্যে জম্মু-কাশ্মিরের বিরুদ্ধে ৯৮ রানের একটি ইনিংসও ছিল। বল হাতেও ১৬ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে নিয়েছেন দুইটি উইকেট। 

ওয়ানডেতে ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: রুদ্র প্যাটেল (সহ-অধিনায়ক), সাহিল পারখ, কার্তিকেয় কেপি, মোহম্মদ আমান (অধিনায়ক, কিরণ চোরমলে, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), সমিত দ্রাবিড়, যুধাজিৎ গুহ, সমর্থ এন, নিখিল কুমার, চেতন শর্মা, হার্দিক রাজ, রোহিত রাজাওয়াত, মোহম্মদ এনান। 

চার দিনের সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: বৈভব সূর্যবংশী, নিত্য পান্ড্য, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), সোহম পত্রবর্ধন (অধিনায়ক), কার্তিকেয় কে পি, সমিত দ্রাবিড়, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), চেতন শর্মা, সমর্থ এন, আদিত্য রাওয়াত, নিখিল কুমার, আনমোলজিৎ সিং, আদিত্য সিং, মোহাম্মদ এনান।