সনের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১০:৩১
শেয়ার :
সনের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

টটেনহ্যামে খেলা দক্ষিণ কোরিয়ার ফুটবল তারকা সন হিউং-মিনের বাবা উওং-জংয়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। উওং-জং একজন ফুটবল কোচ। শুক্রবার তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। নিজের ফুটবল কোচিং সেন্টারে তিনি অল্প বয়সী খেলোয়াড়দের নির্যাতন করতেন বলে অভিযোগে জানা গেছে। 

দক্ষিণ কোরিয়ান গণমাধ্যম ‘ইওনহাপ’-এর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রায় ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে চুনচেওনের আঞ্চলিক প্রসিকিউটররা বলেছেন, সন ফুটবল একাডেমিতে উওং-জং এবং তার দুই সহকারী কোচকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা (যদিও পরিমাণ উল্লেখ করা হয়নি) দিতে বলা হয়েছে এবং শিশু নির্যাতন রোধে তাদের একটি একটি প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আদালত বা অভিযুক্তরা অভিযোগের পর পাবলিক ট্রায়াল না চায়, তাহলে প্রসিকিউটরদের আদেশ চূড়ান্ত করা হবে।

উওং-জংয়ের সহকারী কোচদের মধ্যে একজন আবার ফুটবলার সনের বড়ভাই হিউং-ইউন। 

এই তিন কোচের বিরুদ্ধে ফুটবল প্রশিক্ষণের সময় তরুণ খেলোয়াড়দের শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে। গত মার্চে স্থানীয় পুলিশে সন ও অন্যান্য কর্মকর্তাদের নামে পুলিশে অভিযোগ করেন ও পরের মাসে পুলিশ মামলাটি আদালতে পাঠায়। 

অভিযোগকারী ওই বাবা-মা দাবি করেছেন, মার্চে জাপানের ওকিনাওয়ায় একটি অনুশীলন ক্যাম্পে থাকা অবস্থায় তার ছেলেকে কর্নারে থাকা ফ্ল্যাগের লাঠি দিয়ে উরুতে আঘাত করেন হিউং-ইউন। পরে তার সুস্থ হতে দুই সপ্তাহ লেগে যায়। 

এদিকে, নিজের ও প্রশিক্ষণ সেন্টারের কর্মীদের বিরুদ্ধে আনা এসন অভিযোগ অস্বীকার করেছেন উওং-জং। যা করা হয়েছে সেগুলো ভালোবাসার ভিত্তিতে ছিল বলে দাবি করেছেন তিনি।