বাংলাদেশ ক্রিকেটের যে বিভাগ নিয়ে ভারতকে সতর্ক করলেন রায়না
আগামী মাসেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তানকে তাদের মাটিতে ১০ উইকেটে হারিয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ টেস্ট দল। এবার নাজমুল হোসেন শান্তর দলের প্রসঙ্গ টেনে ভারতকে সতর্ক করলেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।
গতকাল বৃহস্পতিবার লিজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে ভারতের টেস্ট দল নিয়ে রায়না বলেন, ‘এখন টেস্টের জন্য একটি দল গঠন করার সময়। শীর্ষ খেলোয়াড়রা দুলীপ ট্রফি (ভারতের লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট) খেলছেন, যেটা বিসিসিআইয়ের নেওয়া দারুণ একটি পদক্ষেপ। যখন আপনি লাল বলে খেলবেন তখন অনেক কিছু শেখার আছে।’
বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না বলেও ভারতকে সতর্ক করেন রায়না, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না, তাদের স্পিন বোলিং আক্রমণ দারুণ এবং কিছু ভালো খেলোয়াড় আছে যারা দীর্ঘদিন যাবত ভালো খেলে আসছেন। অস্ট্রেলিয়া সফরের আগে এটি ভালো একটি প্রস্তুতি হবে।’
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুলীপ ট্রফি। অন্ধ্র প্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর মুত্তিয়া চিন্নাসামী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। টুর্নামেন্টে খেলবেন রিশাভ পান্ত, ইশান কিশান, শুভমান গিলসহ অনেক তারকা।
তার কিছুদিন পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে রোহিত শর্মার দল। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ১ অক্টোবরের মধ্যে সফরকারী বাংলাদেশের বিপক্ষে এই দুই টেস্ট খেলবে স্বাগতিকরা। স্পিনারদের মধ্যে এই সিরিজে থাকতে পারেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের মতো তারকারা। যদিও এখনো ঘোষণা করা হয়নি দল।