মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ড. ইউনূসের আনুষ্ঠানিক আমন্ত্রণ
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন বলে জানিয়েছেন হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।
আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন টার্ক।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
তিনি জানান, গত সপ্তাহে জাতিসংঘের একটি দল গিয়ে ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের অনেকে আটক ও আহত হয়েছিল। বৈঠকে সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনও অস্থিরতার ঘটনায় কীভাবে তদন্ত করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
টার্কের মুখপাত্র বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে জবাবদিহিতা নিশ্চিত ও সমন্বয়সাধন করতে চায় জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সঙ্গে মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করার জন্য উন্মুখ কমিশন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?