হৃদয়দের ম্যাচেও বৃষ্টির হানা, শাহিনসের কাছে হারলেন সিরিজ
বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির প্রথম দিন। রাওয়ালপিন্ডির মতো একই ঘটনা ঘটল ইসলামাবাদে। সেখানকার ক্লাব গ্রাউন্ডে হওয়ার কথা ছিল পাকিস্তানের ‘এ’ দল শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে। তবে সেটিও ভেস্তে গেছে বৃষ্টিতে।
‘এ’ দলের এই সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচও বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচে তো টসই অনুষ্ঠিত হতে পারেনি। ফলে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শাহিনস।
আজ বৃষ্টির বাধায় প্রথমে টস বিলম্ব হয়। পরে স্থানীয় সময় বেলা ২টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। টানা বৃষ্টি ও ভেজা মাঠের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আয়োজক কমিটি।
‘এ’ দলের এই সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথমে দুইটি চারদিনের ম্যাচ খেলে বাংলাদেশ। সেই দুই ম্যাচ এনামুল হক বিজয়ের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই সিরিজে প্রথম ম্যাচটির মতো দ্বিতীয় ম্যাচটিও ছিল বৃষ্টিবিঘ্নিত। ফলে দুইটি ম্যাচ ড্র হওয়ায় ড্র হয় সিরিজও।
পরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে উড়িয়ে দেয় শাহিনস। দুই শ রানের নিচে অলআউট হওয়া তাওহিদ হৃদয়দের বিপক্ষে ৮ উইকেট হাতে রেখেই জয় পায় মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন দল। পরে দুইটি ম্যাচই পরিত্যক্ত হয়।