চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে কে কার মুখোমুখি
নতুন আঙ্গিকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। টুর্নামেন্টটি এবার হবে ৩৬ দলের অংশগ্রহণে। নতুন এই পদ্ধতিতে থাকছে না গ্রুপপর্ব। প্রথম পর্বে প্রত্যেকটি দল আটটি করে ম্যাচ খেলবে। যার মধ্যে চারটি নিজেদের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে।
প্রথম রাউন্ডে উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে আছে গতবারের দুই ফাইনালিস্ট বুরুশিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদের লড়াই। এছাড়া সাবেক চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষেও খেলবে রিয়াল। বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
লিগ পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা:
ম্যানচেস্টার সিটি
ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।
বায়ার্ন মিউনিখ
পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।
পিএসজি
ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।
রিয়াল মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।
লাইপজিগ
লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।
লিভারপুল
রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।
ইন্টার মিলান
লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।
বরুসিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া